ট্যাবলো নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন খোদ নেতাজি তনয়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ট্যাবলো নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন খোদ নেতাজি তনয়া

নিজস্ব সংবাদদাতাঃ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্যাবলো শোভাযাত্রা নিয়ে ইতিমধ্যে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আগামী ২৬ জানুয়ারিতে এইবারের থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব’। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই থিম বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এইবার নেতাজিকে সামনে রেখে ও প্রজাতন্ত্র দিবসের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ট্যাবলো শোভাযাত্রা বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটি। এই বিতর্কের মাঝে সরব হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়ে অনিতা বসু-পাফ। এই প্রসঙ্গে তিনি সোমবার বলেছেন, স্বাধীনতা সংগ্রামী নেতাজির ব্যবহার করে বিভিন্নভাবে রাজনীতি করা হয়েছে।
অনিতা বসু-পাফ জানিয়েছেন, “আমি এই বিষয়ে জানতে পেরেছি। আমি জানি না কোন প্রেক্ষাপটে এটি হল এবং কেন ট্যাবলোকে বাদ দেওয়া হল। এর পেছনে কিছু কারণ থাকতে পারে। আমি ভাবতেই পারছি না এইবারের প্রজাতন্ত্র দিবস যখন নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী এবং তাঁকে নিয়ে তৈরি ট্যাবলোকে জায়গা দেওয়া হল না। এটা খুব আশ্চর্যজনক।” তিনি আরও বলেন যে, “গত বছর জন্মবার্ষিকী অনেক বড় করে উদযাপন করা হয়েছিল কলকাতায়। এর পিছনে নিশ্চয় বাংলার নির্বাচনী প্রচারের কোনও সম্পর্ক ছিল। এই বছর কোনও কিছু করা হয়নি। অবশ্য গত বছরের মতো এই বছর তো কোনও গুরুত্বপূর্ণ কারণ নেই। ”