কার্তিক সাহা,গাইঘাটাঃ বনগাঁর গোপালনগরের রঘুনাথপুরে শান্তনু ঠাকুরের উপস্থিতিতে রাজ্য বিজেপির বেসুরোদের নিয়ে সোমবার দুপুরে গোপালনগর দক্ষিণ মন্ডলের সভাপতি হরিশঙ্কর সরকারের বাড়িতে পিকনিক করা হয়। পিকনিকে উপস্থিতি ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটা বিজেপি বিধায়াক সুব্রত ঠাকুর, নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশীষ কুমার বিশ্বাস, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া , রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার , সায়ন্তন বসু , রিতেশ তেওয়ারি সহ একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই পিকনিক সম্পর্কে জয়প্রকাশ মজুমদার বলেন,"এটা সামাজিক চড়ুইভাতি" ।
চড়ুইভাতির সঙ্গে বৈঠকও করেন তারা । বৈঠক শেষে শান্তনু ঠাকুর বলেন,"আগামীতে বনগাঁতে সাংসদ এলাকায় সম্পর্ক যাত্রা করা হবে"। পাশাপাশি সিএএ নিয়ে আজ শান্তনু ঠাকুর নিজেই মুখ খোলেন। শান্তনু ঠাকুরের সম্পর্ক যাত্রা কি তবে রাজ্য বিজেপির বেসুরোদের সংগঠিত করার যাত্রা? এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন,"সুরের থেকে যদি বেসুরো শুনতে ভাল লাগে তাহলে মানুষের কাছে সেটাই গৃহীত হয়। যে অবস্থান এখন আছে ভারতীয় জনতা পার্টির, তাতে আগামীতে বেসুরোদের সংখ্যা যদি বেশি হয় তবে মানুষ এটাকে গ্রহণ করবে। সেই অবস্থানই হতে যাচ্ছে আগামীতে"।