অষ্টম জঙ্গলমহল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অষ্টম জঙ্গলমহল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন


দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে সোমবার থেকে বুধবার পর্যন্ত অষ্টম জঙ্গলমহল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো সোমবার। পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গণে সোমবার দুপুরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বুলু চিক বরাইক, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রেশমি কমল, মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, উত্তরা সিংহ হাজরা, আদিত্য কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিন'দিনব্যাপী এই অষ্টম জঙ্গলমহল উৎসবে, আদিবাসী ও স্থানীয় সংস্কৃতি এবং পর্যটনের মেলবন্ধন ঘটবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্যগীত পরিবেশিত হবে। অনুষ্ঠিত হবে জঙ্গলমহলের জীবন-জীবিকা প্রকৃতি পর্যটনের বিকাশ ও আদিবাসী সংস্কৃতি উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। এছাড়াও অনুষ্ঠানে থাকবে সরকারের বিভিন্ন দপ্তরের স্টল ও জঙ্গলমহলের সামগ্রী কেনাবেচার কারিগরি হাট।