নিজস্ব সংবাদদাতাঃ ময়নাগুড়িতে দুর্ঘটনাস্থলে রাজ্য ফরেন্সিক টিম। ক্ষতিগ্রস্ত স্লিপারের নমুনা সংগ্রহের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত স্লিপারগুলি বদলানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। এর আগেও ফরেন্সিক দল ঘুরে গিয়েছে। জলপাইগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দুর্ঘটনার কারণ জানতে ইঞ্জিনের ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এর জন্য নিয়ে আসা হয়েছে ১৪০ টনের ব্রেক ডাউন ক্রেন।ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ট্র্যাকে তুলে অন্যত্র নিয়ে ফরেন্সিক পরীক্ষা করা হতে পারে। ইঞ্জিন সরিয়ে, এই লাইনে দ্রুত ট্রেন চলাচল শুরু করার জন্য যুদ্ধকালীন তত্পরতায় কাজ করছেন রেল কর্মীরা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।