নিজস্ব সংবাদদাতা : ফের পড়ুয়াদের বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তরে আসন বৃদ্ধিতে বিক্ষোভ দেখান স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা। অভিযোগ, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্নাতকোত্তরে আসন সংখ্যা কম। আসন বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে একাধিকবার ডেপুটেশন দিলেও কোনও লাভ হয়নি। এমনকি সোমবার রেজিস্ট্রারের সঙ্গে দেখা করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন না উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার। তাই বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তারা। দাবি মানা না পর্যন্ত চলবে অবস্থান। আন্দোলনেরও হুঁশিয়ারিও দিয়েছেন পড়ুয়ারা।বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে চলছে বিক্ষোভ।