অধিনায়কত্বের থেকেও নিজের কাজকে বড় মনে করছেন বুমরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অধিনায়কত্বের থেকেও নিজের কাজকে বড় মনে করছেন বুমরা



নিজস্ব সংবাদদাতাঃ সামনেই দক্ষিণ আফ্রিকা ও ভারত একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে। আর এই মুহূর্তেই টেস্ট ক্রিকেটের হাল ছেড়েছেন বিরাট। কিন্তু অধিনায়কত্ব কে পাবে সেই নিয়ে বুমরা চিন্তিত নন। তিনি অধিনায়কত্বের থেকে নিজের কাজকে বেশী গুরুত্ব দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি যে পরিস্থিতিতেই থাকি আমি দেখব আমি দেশ কতটা দিতে পারছি। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এলে আমি তাতে সম্মানিত বোধ করব কিন্তু এই সম্মানকে আমি আলাদা করে কোনো পদ বলব না। কিন্তু গুরুত্ব দেব আমি আমার কাজের মাধ্যমে দেশকে কতটা দিতে পারলাম সেই দিকে।”