দিল্লির রাজপথে শোভা পাবে পিংলার পটশিল্পীদের শৌর্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দিল্লির রাজপথে শোভা পাবে পিংলার পটশিল্পীদের শৌর্য

নিজস্ব সংবাদদাতাঃ এবার সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথে শোভা পাবে পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীদের আঁকা ভারতের স্বাধীনতা আন্দোলন ও বীর বিপ্লবীদের শৌর্য। পিংলার পটচিত্র শিল্পী বাহাদুর চিত্রকরের নেতৃত্বে ৩২ জন শিল্পী ৭ দিন ধরে ৩০০ ফুট লম্বা, ৬ ফুট চওড়া পটচিত্রে ফুটিয়ে তুলেছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম বৃত্তান্ত, বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু থেকে তিতুমিরের বাঁশের কেল্লা। এমন সুযোগ পেয়ে খুশি নয়া’র পটুয়ারা।

কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৭৩ তম পর্বে উঠে এসেছিল পিংলার পটচিত্র শিল্পীদের কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে তুলে ধরেছিলেন বাংলার হস্তশিল্পী এবং তাঁদের শিল্পকর্মের কথা। বিশেষ করে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছিল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত পিংলার নয়া’র পটচিত্র শিল্পী ও তাঁদের শিল্পকর্মের কথা। প্রধানমন্ত্রীর সেই বক্তব্য শুনে আপ্লুত হয়েছিলেন পিংলার পটুয়ারা। সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজ পথে শোভা পাবে পিংলার পট শিল্পীদের আঁকা ভারতের স্বাধীনতা আন্দোলনের শৌর্য। এই খবরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পটুয়াদের গ্রামে।   









২০২১ সালের ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিনে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে নেতাজীর জন্ম বৃত্তান্ত, ১২০ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া একটি পটে ফুটিয়ে তুলেছিলেন পিংলার নয়া’র ৮ জন পটচিত্র শিল্পী। সেই পট দেখে প্রধানমন্ত্রী পটশিল্পীদের সঙ্গে কথাও বলেছিলেন।  পট দেখে ভীষণ খুশি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা দেখেই এবার সাধারণতন্ত্র দিবসে পিংলার পটশিল্পীরা ডাকপান বলে জানা গিয়েছে।

শিল্পী বাহাদুর চিত্রকর বলেন, 'আমাদের আঁকা পট সাধারণতন্ত্র দিবসে স্থান পাচ্ছে! আমাদের কাছে এর চেয়ে আনন্দের আর কী আছে! আমরা ভীষণ খুশি।’  

জানা গিয়েছে, শিল্পী বাহাদুর, চাঁদনী, মহিউদ্দিন, মনোরঞ্জন, কুরবান , সাবিনা, মলয়, বাপি, মফিজুল চিত্রকরদের আঁকা ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং বিপ্লবীদের শৌর্য  আঁকা পটচিত্রে স্থান পেয়েছে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম বৃত্তান্ত, ক্ষুদিরাম বসুর ফাঁসির কাহিনী, মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা আন্দোলনে ভূমিকা, তিতুমিরের বাঁশেরকেল্লার মতো নানা ঘটনা। যা প্রদর্শিত হবে দিল্লিতে।