নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই নিয়ে পর পর দুবার রাজ্য সরকারের ট্যাবলোর প্রস্তাব খারিজ করল কেন্দ্র। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসরে নামলেন খোদ বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। সোমবার সকালের ট্যুইটে প্রধানমন্ত্রীর কাছে বাংলার ট্যাবলোর অনুমতি চেয়েছেন তথাগত। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলোকে অনুমতি দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু, যাঁর সংগঠন আইএনএ ব্রিটিশ সেনাকে নাড়িয়ে দিয়েছিল, তাঁর কীর্তি বর্ণিত রয়েছে ট্যাবলোয়"।