নিজস্ব সংবাদদাতাঃ গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়ার ঘটনাকে খুবই গুরুতর বলে আখ্যা দিয়েও এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে কোনও রায়দান থেকে বিরত থাকল সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের তরফে জানানো হয়েছে। এই বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশন সবথেকে ভালো ভাবে খতিয়ে দেখতে পারবে। উল্লেখ্য, গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়ার এই ঘটনাটি সুপ্রিমকোর্টের নজরে আনে একটি এনজিও। মৃতদের অধিকার রক্ষার্থে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। আবেদনকারীর আইনজীবীর অভিযোগ, গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়ার দৃশ্য গোটা বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছে। পাশাপাশি শ্মশান ঘাটে খরচ কমানোরও আবেদন জানান।এদিকে এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও বলেন, 'আমরা মানছি যে আপনি যেই সমস্যার কথাটি তুলে ধরেছেন তা খুবই গুরুতর। তবে ভাগ্যক্রমে এখন আর এমন ঘটনা ঘটছে না। আপনি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে যান। কমিশন আপনার উত্থাপিত সমস্যার সমাধান করবে।'
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=6213
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm