ইলন মাস্কের ট্যুইট রিট্যুইট করে বার্তা গোলাম রাব্বানির

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইলন মাস্কের ট্যুইট রিট্যুইট করে বার্তা গোলাম রাব্বানির





নিজস্ব সংবাদদাতা : ইলন মাস্কের ট্যুইট রিট্যুইট করলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গোলাম রাব্বানি। রিট্যুইটের বার্তায় তিনি লিখেছেন, "টেলার সিইও ইলন মাস্ককে বাংলায় বিনিয়োগে স্বাগত।" আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাব্বানির রিট্যুইট প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য ট্যুইটে খোঁচা দিয়ে বলেছেন,‘বাংলায় মাস্কের যাত্রা শুরু হবে ভোট পরবর্তী সন্ত্রাসে মমতার রেকর্ড দিয়ে ? শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন দিয়ে? এটা কি হাস্যকর নয়!’



প্রসঙ্গত,‘ভারত সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে’, টেসলার ভারতে আসা নিয়ে ট্যুইট করেছিলেন ইলন মাস্ক। ‘বাংলায় আসুন, পরিকাঠামো ও মুখ্যমন্ত্রীর দূরদর্শিতায় বাংলা সেরা। বাংলা মানেই বাণিজ্য।’ ইলন মাস্কের ট্যুইট রিট্যুইট করে আহ্বান জানান গোলাম রব্বানি।