নিজস্ব সংবাদদাতা : টিকাকরণের বর্ষপূর্তির দিন টিকাকরণের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে সকলকে অভিনন্দন জানিয়েছে তিনি লিখেছেন, " ভারতে টিকাকরণের একবছর পূর্ণ হল। টিকাকরণের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সকলকে আমার স্যালুট জানাই। আমাদের টিকাকরণ কর্মসূচি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি শক্তি দিয়েছে। এর ফলে মানুষের জীবন ও জীবিকা রক্ষা পেয়েছে।" পর পর আরও দুটি ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, "যখন কোভিড-১৯ মহামারী প্রথম আঘাত হানে, তখন আমরা ভাইরাস সম্পর্কে তেমন কিছু জানতাম না। যাইহোক, আমাদের বিজ্ঞানীরা এবং উদ্ভাবকরা ভ্যাকসিন তৈরিতে মগ্ন। ভারত গর্বিত বোধ করে যে আমাদের জাতি ভ্যাকসিনের মাধ্যমে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে সক্ষম হয়েছে। একই সাথে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মীদের ভূমিকা ব্যতিক্রমী। যখন প্রত্যন্ত অঞ্চলে মানুষকে টিকা দিতে দেখি, বা দেখি যে আমাদের স্বাস্থ্যকর্মীরা সেখানে ভ্যাকসিন নিচ্ছেন, তখন আমাদের হৃদয় ও মন গর্বে ভরে যায়।"