সোনার চেনে কাটল ইঞ্জেকশনের ভয়

author-image
Harmeet
New Update
সোনার চেনে কাটল ইঞ্জেকশনের ভয়

​নিজস্ব সংবাদদাতাঃ  ভ-এ ভয়, ভ-এ ভ্যাকসিন। এখন আবার ভ-এ ভেজাল।একেবারে শুরুর দিকে এক প্রকার ভয়েতেই অনেকে ভ্যাকসিন এড়িয়ে গিয়েছেন। তাঁদের কারও-কারও মনের ভাবটা ছিল এরকম: “এই বেশ ভাল আছি।” ভ্যাকসিন নিলে যদি আবার উল্টো কীর্তি হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়াবাড়ি সেই ভয় কাটিয়ে দিয়েছে। এখন আবার ভেজাল ভয় রয়েছে। তবে চিরাচরিত সনাতনী সূঁচ ফোটানোর ভয় কী করে কাটবে? মনকে অন্য দিকে ব্যস্ত রাখতে হবে। তার জন্য স্বাস্থ্যকর্মীরা খোশগল্প করেন কিংবা ছেলেভোলানো কথা বলেন। তবে ভেবেচিন্তে একটা অভিনব উপায় বের করলেন বরানগরের স্বর্ণশিল্পীদের সংগঠন। প্রথমে যাঁদের ভয় পায়, তাঁদের আলাদা করা হল। সূঁচ ফোটানোর সময় চোখের সামনে রাখা হল কয়েক কেজি সোনার চেন। উদ্যোক্তা এসএসআলম হেসে বললেন, “সোনার গয়না কে না পছন্দ করেন? আর এটা নিয়েই যেহেতু আমাদের কারবার, তা-ই খুব একটা বেগ পেতে হয়নি। কিছু-কিছু ক্ষেত্রে কাজে দিয়েছে ভাল।”



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=6202



For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm