নিজস্ব সংবাদদাতা : সংক্রমণের জেরে বাজার বন্ধের পথে হাঁটছে জেলা প্রশাসন। বাড়ছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও। এবার করোনার প্রভাব পড়ল গ্যালিফ স্ট্রিটে। ভাইরাস মোকাবিলায় সকাল ১০টার পর থেকে পশু-পাখির হাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি রবিবারই বাগবাজারের কাছে গ্যালিফ স্ট্রিটে পশু পাখির হাট বসে। কুকুর ছানা থেকে রং বেরঙের পাখি, মাছ পাওয়া যায় একই জায়গায়। দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের ভিড় থিক থিক করে। সংক্রমমের কথা চিন্তা করে তাই সকাল ১০টা পর্যন্ত হাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজ সকাল ১০টার পরেও বেচাকেনা চলছে দেখে বাজার বন্ধ করে দেয় পুলিশ।