New Update
নিজস্ব সংবাদদাতা : গোয়ায় জোরকদমে প্রচার চালাচ্ছে আপ। দুয়ারে দুয়ারে জনসংযোগ করছেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ক্ষমতায় এলে এবার মহিলাদের ১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। বলেন, "আমরা ১৮ বছরের বেশি বয়সী প্রতিটি মহিলাকে ১০০০ টাকা প্রদান করব৷ পর্যটন খাতকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গড়ে তোলা হবে। গোয়া ২৪*৭ বিনামূল্যে বিদ্যুৎ ও জল পাবে। রাস্তা উন্নত করা হবে এবং সমস্ত সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।" আপ গোয়াবাসীর জন্য একটি ১৩ দফার অ্যাজেন্ডা তৈরি করেছে বলেও জানান কেজরিওয়াল। তিনি আরও বলেন, "যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকারদের প্রতি মাসে ৩০০০ টাকা সাহায্যস্বরূপ দেওয়া হবে। আপ ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে জমির অধিকার দেবে। গোয়ার জনসাধারণ ১৪ ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আপ হল নতুন আশা।তাদের কাছে আগে বিজেপি/কংগ্রেস ছাড়া কোনো বিকল্প ছিল না। হতাশ মানুষজন পরিবর্তন চায়।উন্নত ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার জন্য গোয়ার প্রতিটি গ্রামে ও জেলায় মহল্লা ক্লিনিক ও হাসপাতাল খোলা হবে। কৃষক সমাজের সঙ্গে আলোচনা করে কৃষি সমস্যার সমাধান করা হবে। ট্রেডিং সিস্টেমকে সুবিন্যস্ত ও সরলীকৃত করা হবে।"
woman
campaign
water
GOA
arvindkejriwal
promise
job
electricity
agenda
thousndrupee
Party
aap
leader
National Convener