নিজস্ব সংবাদদাতাঃ নাগাল্যান্ডের মন জেলায় সেনা বাহিনীর গুলিতে ১৪ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হওয়ার পর বেশ কিছুদিন সময় কেটে গিয়েছে। তবে সাধারণ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনায় উত্তাপ ক্রমেই বাড়ছে। নাগাল্যান্ডের বিভিন্ন সংগঠন বেশ কয়েকদিন ধরেই ওই মৃত্যুর বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন চালিয়ে আসছে। এবার তাদের তরফেই সরকারকে চরম সময়সীমা দেওয়া হল। সংগঠনগুলির তরফে সরকারকে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।