নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ব্যাঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু করোনার দাপটের কারণে সেই ম্যাচ বাতিল করে লিগ কর্তৃপক্ষ। এবারে খেলোয়াড়দের জৈব দুর্গের জীবন নিয়ে মুখ খুললেন বেঙ্গালুরু এফসি-র খেলোয়াড় সুনীল ছেত্রী। তিনি এই প্রসঙ্গে বলেন, “আপনি যদি বায়ো বাবলে দিন যাপন করেন তাহলে জানবেন এটা কতটা যন্ত্রণাদায়ক। আপনি জানতে পারবেন এটা কতটা হতাশাজনক। পরিবারের থেকে অর্ধেক বছর দূরে আপনি জীবন কাটাচ্ছেন, তারওপর একটা নির্দিষ্ট ঘরে আপনি বন্দী। বাইরের সবকিছুই তখন আপনার কাছে বিলাসবহুল। এইরকম বিশ্রী পরিবেশ থেকে আপনাকে কোনো কিছুই রক্ষা করবে না। আমি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি।”