নিজস্ব সংবাদদাতাঃ সাঁতরাগাছি ঝিলে অবশেষে উড়ে এল কয়েক হাজার পরিযায়ী পাখি। গত ৭ বছরের মধ্যে যা রেকর্ড বলেই জানাচ্ছেন রাজ্যের পক্ষিপ্রেমীরা। তাঁদের আশা, আগামী কয়েক দিনের মধ্যে আরও হাজার দশেক পাখি সেখানে এসে পৌঁছবে। সাঁতরাগাছি ঝিলে ইতিমধ্যেই দেখতে পাওয়া গিয়েছে হুইসলিং ডাক-সহ বেশ কয়েক প্রজাতির পাখি।