বিয়ে প্রথা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিয়ে প্রথা

নিজস্ব প্রতিনিধি-বিয়ে একটি সামাজিক ও ধর্মীয় রীতি।তবে মানব সভ্যতার সূচনাপর্বে বিয়ে প্রথা প্রচলিত ছিল না।স্বেচ্ছাচারিতা কমানো ও সম্পত্তির উত্তরাধিকার এবং যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ক্রমশ নানা রকম বিধি বিধানের প্রচলন হয়।পরিবার গড়ে ওঠার সঙ্গে তাই এই প্রথাও যুক্ত হয়।তবে বিয়ে এখন শুধু একত্রবাসের পূর্বশর্ত নয় , বরং দু'পক্ষের সম্মতিক্রমেই যুগল জীবনযাপনের অঙ্গীকার।