নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত কিছু উক্তি, যা দেশবাসীকে অনুপ্রেরণা যোগায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত কিছু উক্তি, যা দেশবাসীকে অনুপ্রেরণা যোগায়

নিজস্ব সংবাদদাতা: "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব," এই বিখ্যাত স্লোগানটি ভারতের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী কিংবদন্তি নেতা, নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন গোটা ভারতবাসীর উদ্দেশ্যে। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।  তাঁর বিভিন্ন উক্তিগুলি অত্যন্ত অনুপ্রেরণামূলক, বিশেষত তরুণ সমাজের কাছে। তাহলে আসুন একনজরে দেখে নেওয়া যাক তাঁর বলা বিখ্যাত কয়েকটি উক্তি -



স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। 




মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনোও স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।







শুধুমাত্র চিন্তার জন্য কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে। কিন্তু, সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে।



যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায়।