'মশাল' ত্যাগ করলেন অরিন্দম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'মশাল' ত্যাগ করলেন অরিন্দম

নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল-এর যাত্রায় ১১টি ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু এখনও পর্যন্ত জয় অধরা। আইএসএল-এর চলতি মরশুমে বড় সিদ্ধান্ত নিলেন অরিন্দম ভট্টাচার্য। এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব ত্যাগ দিলেন অরিন্দম। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “ ফুটবল বরাবর সৎভাবে খেলে এসেছি। এই মুহূর্তে আমার চারপাশের পরিস্থিতির জন্য আমি এসসি ইস্টবেঙ্গলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। তবে বরাবরের মতোই মাঠে নামলে জার্সির জন্য, ক্লাব সমর্থকদের জন্য আমি নিজের একশো শতাংশ দেব। মাঠের বাইরে থাকলে সবরকমভাবে সাহায্য করব। যতটা ভালভাবে সম্ভব মরসুমটা শেষ করা যাক।”