নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল-এর যাত্রায় ১১টি ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু এখনও পর্যন্ত জয় অধরা। আইএসএল-এর চলতি মরশুমে বড় সিদ্ধান্ত নিলেন অরিন্দম ভট্টাচার্য। এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব ত্যাগ দিলেন অরিন্দম। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “ ফুটবল বরাবর সৎভাবে খেলে এসেছি। এই মুহূর্তে আমার চারপাশের পরিস্থিতির জন্য আমি এসসি ইস্টবেঙ্গলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। তবে বরাবরের মতোই মাঠে নামলে জার্সির জন্য, ক্লাব ও সমর্থকদের জন্য আমি নিজের একশো শতাংশ দেব। মাঠের বাইরে থাকলে সবরকমভাবে সাহায্য করব। যতটা ভালভাবে সম্ভব মরসুমটা শেষ করা যাক।”