নিজস্ব সংবাদদাতা : অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল পাক নাগরিক। দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলহাদ সীমান্তে। এ প্রসঙ্গে জম্মু বিএসএফের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, "ওই পাক নাগরিককে ফ্ল্যাগ মিটিংয়ের পর যাবতীয় নিয়ম কানুন সেরে পাক রেঞ্জার্সের কাছে হস্তান্তরিত করা হবে। ওই ব্যক্তি পাকিস্তানের শকরগড় তহসিলের সীমান্ত এলাকার বাসিন্দা।"