নিজস্ব সংবাদদাতা ; আইসোলেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সংশোধিত এই নির্দেশিকায় বলা হয়েছে, পজিটিভ হলেই থাকতে হবে হোম আইসোলেশনে। যাদের শরীরে উপসর্গ নেই বা হাল্কা উপসর্গ রয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম। তবে উপসর্গ থাকলে বিশেষ নজরে রাখতে হবে রোগীদের। সাতদিনের বেশি জ্বর থাকলে, রক্তচাপ ১০০-র কম থাকলে, রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪%-র নীচে থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বুকে ব্যথা, মুখ-ঠোঁট নীল হয়ে গেলে আইসিইউতে ভর্তির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।