কোথায় হবে জোকোভিচের শুনানি?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কোথায় হবে জোকোভিচের শুনানি?

নিজস্ব সংবাদদাতাঃ মেলবোর্নের একটি হোটেলে জোকোভিচ-কে আপাতত থাকতে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আজকে অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের সামনে সাক্ষাৎকার দিতে হবে নোভাক-কে। নোভাক কেমন উত্তর দেবেন তার উপরই নির্ভর করছে তাঁর সেই দেশে থাকা না থাকা। রবিবার সকালে মেলবোর্নের ফেডেরাল কোর্টে জোকোভিচের শুনানি শুরু হবে।