নিজস্ব সংবাদদাতাঃ দেশ জুড়ে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই এ বার চিকিৎসা পদ্ধতি নিয়ে সতর্কবার্তা দিলেন চিকিৎসকেরা। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে পাঠানো চিঠিতে তাঁদের দাবি, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যে সব পদ্ধতি কার্যকর বলে বৈজ্ঞানীক ভাবে প্রমাণ মেলেনি, অবিলম্বে সেগুলি বাতিল করা হোক।