নিজস্ব সংবাদদাতাঃ ভুয়ো ভ্যাকসিন কান্ডে ধৃত দেবাঞ্জনের আরও ২ সহযোগী।পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জনের মধ্যে একজনের নাম সরোজ পাত্র, অপরজন কাঞ্চন দেব। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, কসবার ওই ভুয়ো ক্যাম্পে টিকা দেওয়ার কাজ করত সরোজ। অন্যদিকে, কাঞ্চন দেবাঞ্জনের দূর সম্পর্কের আত্মীয় বলেই জানিয়েছে পুলিশ সূত্র। সে দেবাঞ্জনের কসবার অফিসেই বসে এবং অন্য একটি কোম্পানি চালাত বলে খবর। আপাতত, এই দু’জনেই আটক করেছে পুলিশ। সরোজ পাত্র নামে যে ব্যক্তি ভ্যাকসিন দিত, সে আদৌ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী কি না, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হত, এটা জানার পরও সে কেন এত বড় তথ্য প্রকাশ্যে আনল না? এই বিষয়টি নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর সূত্রের। ধৃতদের আজ তোলা হবে আদালতে।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=6164
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm