যোগীকে ক্ষমতাচ্যুত করতে ‘ভীমে’ই আস্থা অখিলেশের!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যোগীকে ক্ষমতাচ্যুত করতে ‘ভীমে’ই আস্থা অখিলেশের!

নিজস্ব সংবাদদাতাঃ যোগী সরকারকে ক্ষমতাচ্যুত করতে ভীম সেনার হাত ধরছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আজ, শনিবার চন্দ্র শেখর আজাদের নেতৃত্ব গঠিত ভীম সেনার সঙ্গে জোট ঘোষণা করতে পারে সমাজবাদী পার্টি।