নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ির দোমহনিতে রেল লাইন মেরামতির কাজ এখনও শেষ হয়নি। রাতভর লাইন মেরামতিতে ব্যস্ত ছিলেন রেলকর্মীরা। শনিবার সকালেই লাইন মেরামতি ও নতুন রেল লাইন বসানোর কাজ চলছে। লাইনচ্যুত হওয়া বিকানের এক্সপ্রেস ট্রেনের সব কামরা এখনও সরানো সম্ভব হয়নি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনও লাইনে দাঁড় করানো রয়েছে। এদিকে আজই দোমহনিতে রেলের ফরেন্সিক দল। রেলওয়ে সেফটি কমিশনের অফিসারও এদিন দোমহনিতে রয়েছেন। এদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা যাত্রীদের শারীরিক অবস্থার অবনতি হয়নি। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুক্রবার রাতে চার যাত্রীকে ছেড়েও দেওয়া হয়েছে।