সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় জাতীয়তাবদী নেতা সুভাষচন্দ্র বসুর ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ অগস্ট জাপানি-অধিকৃত ফরমোজা দ্বীপে (বর্তমান তাইওয়ান) তাঁর অধিক যাত্রীবাহিত বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে পুড়ে গিয়ে দেহাবসান হয়। সে যা-ই হোক, তাঁর অনেক অনুগামীই, বিশেষত বাংলায়, সেই ঘটনা অস্বীকার করে এবং এমনকি এখনো তাঁর মৃত্যু সম্পর্কিত পরিস্থিতি এবং তথ্য বিশ্বাস করতে অস্বীকার করে।  তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ষড়যন্ত্রের তত্ত্ব উদ্ভুত হয় এবং তারপর একটা দীর্ঘ ব্যক্তিগত জীবন ছিলl সুভাষচন্দ্র সম্পর্কে বিভিন্ন সামরিক কাহিনি জিইয়ে রাখা হয়েছে।