নিজস্ব সংবাদদাতা: বঙ্গবন্ধু ছিলেন নেতাজির দ্বারা অনুপ্রাণিত। অনেক নেতাজি গবেষকই দাবি করেন সেই মুক্তিযুদ্ধে ছিল ওই মানুষটিরও অবদান। বঙ্গবন্ধু একবার নাকি সেটা বলেও ছিলেন। কিন্তু ইতিহাস তা মনে রাখেনি। সবই গোপন ফাইলে বন্দি আজ। ভারত ছাড়া বাংলাদেশ সেদিন অসম্পূর্ণ ছিল। আর এই দেশ তো আমার পূর্বপুরুষের ভিটে। কত গল্প শুনেছি সেদেশের। যাওয়া হয়নি। বিভাজন ও কাঁটাতারের রাজনীতির বাইরেও এই দুই বাংলা সবসময় এক থাকুক সেটাই চাইবো। সেদিন ভারত না থাকলে আজ এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কতটা পূর্ন হত সেটাও আলোচ্য বিষয়। ১৯৭১, হাজার হাজার বাঙালি যুবকের প্রাণের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। পাশে দাঁড়িয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানকে হারাতে চলেছিল যুদ্ধ। ভারত-পাকিস্তানের যুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ উৎযাপন করেছিল ভারতও। আজও করে একই রকম শ্রদ্ধার সঙ্গে।