নিজস্ব সংবাদদাতাঃ করোনা মহামারীর মধ্যেই বাণিজ্যের বিষয়ে ঐতিহাসিক উদ্বৃত্ত অর্জন করল চিন। ২০২১ সালে চিনের মোট বাণিজ্যিক উদ্বৃত্ত থেকেছে ৬৭৬ হাজার কোটি ডলার যা এখনও পর্যন্ত যে কোনও দেশের নিরিখে সর্বোচ্চ। বাৎসরিক ভিত্তিতে এই উদ্বৃত্তে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি নথিভূক্ত হয়েছে। ডিসেম্বর মাসে চিনের বাণিজ্যিক উদ্বৃত্তে ২০.৮০ শতাংশ বৃদ্ধি নথিভূক্ত হয়েছিল আর এই পরিসংখ্যান ছিল ৯৪০.৪ হাজার কোটি ডলার। চিনের জেনারল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমের রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র আমেরিকার সঙ্গেই চিনের বাণিজ্য উদ্বৃত্ত থেকেছে ৩৯৭ হাজার কোটি ডলার। ২০২১ এ চিনের মোট রফতানি ৩.৩ লক্ষ কোটি ডলার থেকেছে। এটি ভারতের অর্থনীতি থেকে ৩০ শতাংশ বেশি।