নিজস্ব সংবাদদাতাঃ অতিমারির কালে বেশ কিছু নতুন শব্দবন্ধ আর নতুন অভ্যাসের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে শিখেছে মানুষ। আর তার মধ্যে অন্যতম অনলাইন ক্লাস বা ডিজিটাল এডুকেশন। স্কুল বন্ধ থাকার কারণে, ইন্টারনেটে চলছে পড়াশোনা। ইন্টারনেটে পড়াশোনার বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে বারবার। এবার সেই জন্যই পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল রাজ্যে। ফোনেই পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করল উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ। ডিজিটাল বৈষম্য দূর করতেই এই উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই নতুন পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে সংসদ। ফোন করে আইভিআরএস বা ইন্টাব়্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমে সরাসরি শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রশ্নের উত্তর পেতে পারবে পড়ুয়ারা। সব বিষয়ের শিক্ষক- শিক্ষিকাদেরই পাওয়া যাবে। সব ঠিক থাকলে চলতি মাসের ১৭ তারিখ থেকেই শুরু হবে বাংলার এই ‘শিক্ষা দূরভাষ।’