এবার বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমা

নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব শ্রীপতিনগরের কে প্লটের হাজার বিঘায় বড় মাপের পায়ের ছাপ। নদীতে জাল ফেলতে যাওয়ার সময় তা দেখে মৎস্যজীবীদের বুঝতে অসুবিধা হয়নি যে রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা হয়েছে। তা জানা জানি হওয়ায় শুক্রবার সকাল থেকেই বাঘের আতঙ্কে কাঁটা পাথরপ্রতিমা। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। স্থানীয়রা জানান, শুক্রবার একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। পায়ের ছাপ দেখেন ঠাকুরান নদীর চরে। পূর্ব শ্রীপতিনগরের কে প্লটের হাজার বিঘাতেও একইরকমের পায়ের ছাপ দেখেন। উল্টোদিকে আজমলমারি ও ঢুলিভাসানির জঙ্গল রয়েছে। বাঘটি কোনও জঙ্গল থেকে বেরিয়েছে কিনা, তা বোঝা যাচ্ছে না। বাঘটি আবার বনে ফিরে গিয়েছে নাকি ওই এলাকাতেই রয়েছে তাও স্পষ্ট নয়।