জিম খোলার দাবিতে বিক্ষোভ মালিকদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জিম খোলার দাবিতে বিক্ষোভ মালিকদের

হরি ঘোষ, দুর্গাপুর : জিম খোলার দাবিতে শুক্রবার দুর্গাপুর মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন জিমের মালিকরা। প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। ঘটনাস্থলে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ আসে। বিক্ষোভকারীরা জানান, করোনার জেরে প্রশাসনের নির্দেশ মেনে বন্ধ রয়েছে দুর্গাপুরের সমস্ত জিম। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে জিম মালিকদের।ইতিমধ্যে সমস্ত জিম মালিকেরা প্রশাসনের কাছে করোনার বিধিনিষেধ মেনে জিম খুলতে দেওয়ার আবেদন করেছেন।
কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে দুর্গাপুর শহরের ১০৩ টে জিম বন্ধ থাকার কারণে আর্থিক অনটন দেখা দিচ্ছে জিমের সাথে যুক্ত প্রায় এক হাজারেরও বেশি কর্মীদের। তাই দ্রুত জিম খোলার জন্য শুক্রবার দুর্গাপুর সিটি সেন্টারে মহকুমা শাসকের দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন জিমের মালিকরা। এদিন তারা প্ল্যাকার্ড হাতে দ্রুত জিম খেলার বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। জিমের মালিকরা জানিয়েছেন, প্রশাসন দুর্গাপুর শহরের সমস্ত জিম খোলার বিষয়ে সরকারি বিধি নিষেধ মেনে পদক্ষেপ গ্রহণ করুন। নচেৎ আগামী ১৫ তারিখের পর থেকে তারা ধারাবাহিক আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।