নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার সংক্রমণ বেড়েছে বাংলায়। গতকাল সংক্রমণের গ্রাফ ছুঁয়েছে ২৩ হাজারের গণ্ডি। এর মধ্যে কলকাতার পাশাপাশি বেড়েছে জেলার গ্রাফও। কলকাতার পরই সংক্রমণের নীরিখে রয়েছে উত্তর ২৪ পরগনা। লাগাতার করোনায় আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষজন। সেই কারণে সংক্রমণে লাগাম টানতে শনিবার থেকে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বাজার-বন্ধের বিধিনিষেধ চালু করা হয়েছে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের কারোর জ্বর থাকলে নিত্য প্রয়োজনীয় বাজারে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার সকাল ৭ থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে। আর স্থানীয় দোকান ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। সন্ধ্যা ৭ টার পর সমস্ত বাজার-দোকান বন্ধ।