নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ টানাপোড়েনের পর চূড়ান্ত হল কংগ্রেসের প্রার্থী তালিকা। সূত্রের খবর, পঞ্জাব কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কমিটি ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আজই নির্বাচন কমিটির বৈঠক রয়েছে, তারপরই প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি চমকৌর ও আদমপুর থেকে নির্বাচনে লড়তে পারেন।