নিজস্ব সংবাদদাতাঃ গলল না বরফ! আবারও ব্যর্থ বৈঠক। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশের সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার করা নিয়ে গত বুধবার মুখোমুখি আলোচনায় বসেছিল ভারত ও চিন। দীর্ঘ ১৩ ঘণ্টা ধরে বৈঠক চলার পরও মিলল না কোনও সদুত্তর। সূত্রের খবর, এখনও হট স্প্রিং থেকে সেনা প্রত্যাহার করতে নারাজ চিন।