হট স্প্রিং থেকে সরতে নারাজ লাল ফৌজ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হট স্প্রিং থেকে সরতে নারাজ লাল ফৌজ


নিজস্ব সংবাদদাতাঃ গলল না বরফ! আবারও ব্যর্থ বৈঠক। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশের সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার করা নিয়ে গত বুধবার মুখোমুখি আলোচনায় বসেছিল ভারত ও চিন। দীর্ঘ ১৩ ঘণ্টা ধরে বৈঠক চলার পরও মিলল না কোনও সদুত্তর। সূত্রের খবর, এখনও হট স্প্রিং থেকে সেনা প্রত্যাহার করতে নারাজ চিন।