নিজস্ব সংবাদদাতাঃ করোনা বনাম ইউরো। তর্ক চলছে চলবে। করোনা সংক্রমণ ফের বাড়লেও ইউরো বন্ধের নামগন্ধ করছেনা উয়েফা। এবার করোনা সংক্রমণে রেকর্ড গড়ল সেন্ট পিটার্সবার্গ। তবুও শুক্রবার হতে চলা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবেই।জানিয়ে দিল রাশিয়ার ম্যাচ আয়োজকরা। সেই ম্যাচে মুখোমুখি হবে আজকের প্রিকোয়ার্টার ফাইনালে দুই বিজয়ী স্পেন ও সুইৎজারল্যান্ড। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
বিতর্কের কারন? রাশিয়ায় করোনা সংক্রমণ ফের বৃদ্ধি। জানুয়ারির পর থেকে এমন সংক্রমণ বৃদ্ধি হয়নি। সোমবার মস্কো শহরে করোনায় সংক্রমিত হয়েেছেন ৭,২০০জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১২৪ জনের। অন্যদিকে রাশিয়ার যে শহরে হচ্ছে ইউরোর ম্যাচ, সেই সেন্ট পিটার্সবার্গে শেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৩৫। মৃত ১১০জন। তবুও টনক নড়ছেনা প্রশাসনের। ইউরোর ম্যাচ বন্ধের কোনও প্রশ্নই উঠছেনা। বরং রাশিয়ার ইউরো আয়োজকরা সদর্পে জানিয়েছেন ইউরোর ম্যাচ হবে। আগামি শুক্রবারই এখানে বসছে কোয়ার্টার ফাইনালের আসর। আয়োজকদের দাবি সূচি অনুযায়ী হবে সেই ম্যাচ।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=6125
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm