নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রেলের আধিকারিকরা উল্লেখ করেছেন যে বৈষ্ণব আগামীকাল বাগডোগরা উড়ে যাবেন এবং সেখান থেকে জলপাইগুড়ির দিকে যাবেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তারপর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে।