নেউলের আক্রমণে কাহিল বিষধর সাপ

author-image
Harmeet
New Update
নেউলের আক্রমণে কাহিল বিষধর সাপ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সাপে নেউলে লড়াই, নেউলের আক্রমণে কাহিল বিষধর সাপ। ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় বিষধর সাপটিকে রক্ষা করল গ্রামবাসীরা।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বারুনিঘাট এলাকার। স্থানীয়দের দাবি, সাপে-নেউলে গর্জন করে দীর্ঘক্ষন লড়াই চলে। সাপে-নেউলের গর্জন শুনে রাস্তার ধারে স্থানীয়রা দেখেন সাপের সাথে নেউলের লড়াই চলছে। স্থানীয়দের চেঁচামেচিতে ক্ষতবিক্ষত সাপটিকে ছেড়ে নেউলটি পালিয়ে যায়। স্থানীয়রা জল দিয়ে আহত সাপটিকে বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আহত সাপটি সেই স্থান থেকে চলে যায়।