নিজস্ব প্রতিনিধি -সদ্যই আগরতলা বিমানবন্দর এর নতুন টার্মিনাল উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই।আগরতলা বিমানবন্দর সূত্রে খবর, আগামী ১৫ই জানুয়ারী থেকে আগরতলা বিমানবন্দর তথা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এর সমস্ত কার্যক্রম নতুন সমন্বিত টার্মিনাল বিল্ডিং-এ স্থানান্তরিত হবে। তাই ওল্ড টার্মিনাল বিল্ডিং থেকে এখন আর কোনো যাত্রী চলাচল হবে না। ১৫ই জানুয়ারী থেকে সমস্ত যাত্রীদের নতুন টার্মিনাল বিল্ডিং-এ যাওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দ্বারা নির্দেশ দেওয়া হয়।