নিজস্ব সংবাদদাতাঃ করোনা বিধি নিয়ে নির্বাচন কমিশনের নিয়মকানুনকে গুরুত্ব দিয়ে অভিনব প্রচারে নামলেন চন্দননগরের তৃণমূল প্রার্থী। ২ নং ওয়ার্ডের প্রার্থী মোহিত নন্দী টেলি কলারের মাধ্যমে জনসংযোগ সারছেন। তাঁর এই ডিজিটাল প্রচারে বেশ খুশি এলাকাবাসীও। সরাসরি টেলিফোনে প্রার্থীর সঙ্গে কথাও বলা যাচ্ছে, জানানো যাচ্ছে অভিযোগ। আবার এড়ানো যাচ্ছে শারীরিক দূরত্ব। তাঁর হয়ে এই ডিজিটাল প্রচারের মূল দায়িত্ব সামলাচ্ছেন দলের ৬ জন মহিলাকর্মী। সম্প্রতি কোভিড বিধি ভঙ্গ করে চন্দননগরে প্রচারে বিপুল সংখ্যক মানুষের জমায়েত করার অভিযোগে বিধায়ক-সহ সাত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেক্ষেত্রে মোহিত নন্দীর এই অভিনব পদক্ষেপ এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। মোহিত বাবু নিজেই তার ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকায় নির্বাচনী কার্যালয় থেকে বুধবার টেলি কলারের মধ্য দিয়ে প্রচার চালু করেন। দলের ৬ মহিলা শারীরিক দূরত্ব বজায় রেখে ২ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ভোটারকে ফোন করে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। দলের মহিলা কর্মীরা ফোন করে প্রথমেই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে তৃণমূল প্রার্থীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানাচ্ছেন।