নিজস্ব সংবাদদাতা : অবিলম্বে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বাইরে বিক্ষোভ প্রদর্শনে চাকরীপ্রার্থীরা। লাগামছাড়া সংক্রমণের পরিস্থিতিতে করোনা বিধিকে শিকেয় তুলে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরি পাননি তারা। এলাকা ক্রমে সরগরম হয়ে উঠলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পাল্টা বক্তব্য, ‘যাঁরা যোগ্য তাঁরা সকলেই চাকরি পেয়েছেন। ১৬৫০ শূন্য পদে নিয়োগ হয়েছে। ৭৩৮ পদে এখনও নিয়োগ হয়নি।’