হরি ঘোষ, রানীগঞ্জঃ রানীগঞ্জের অমৃতনগর এলাকায় ধ্বস ও গ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। এদিন তিনি ইপিএলের কুনুস্তোড়িয়া স্টোরিয়া এরিয়া জিএম ও এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে কথা বলে কিভাবে এলাকাকে সুরক্ষিত করা যায় তা নিয়ে আলোকপাত করেন। এরপরই তিনি আমকোলা এরিয়ার একটি এন আর ই জি এস প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা মাটি সৃষ্টি প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। পরে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নুপুর মৌজার সেচ খাল যা রানীগঞ্জ শহর দিয়ে আসা নিকাশি নালার মাধ্যমে গড়ে উঠেছে সেই সেচ খাল পরিদর্শন করে কিভাবে তার নব্যতা বাড়িয়ে এলাকার চাষীদের চাষ জমি জলে ডুবে যাওয়ার থেকে বাঁচানো যায় তা পরিদর্শন সারেন জেলাশাসক। এদিনের এই সামগ্রিক পরিদর্শন পর্বে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া প্রমুখকে।