কৃষকদের পাশে প্রণজিৎ সিংহ রায়

author-image
Harmeet
New Update
কৃষকদের পাশে প্রণজিৎ সিংহ রায়

নিজস্ব প্রতিনিধি -বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সবজি চারা বিতরণ করলেন ত্রিপুরার কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, ত্রিপুরায় এ ধরনের বর্ষণ লক্ষ্য করা যায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষক এর ফসল, তাদের কাজে ফিরিয়ে আনার জন্যই এবং কৃষকেরা যেন হাল ছেড়ে না দেয় তাদের উৎসাহিত করার জন্যই, ত্রিপুরায় ডুকলি পঞ্চায়েত সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের আহ্বান করেন। এবং তিনি বলেন ফসলের ক্ষতি হওয়া সত্বেও এবছর অনেক ফসল উৎপাদন হয়েছে। এবং তিনি অনুরোধ করেন,যাদের খালি জমি আছে তাদের সেই জমি ব্যবহার করার জন্য। এবং এই কথা স্মরণ করিয়ে দেন যে কৃষকরা সক্রিয় হলেই দেশের অর্থনীতি উন্নত ও সমৃদ্ধ হবে।