নিজস্ব প্রতিনিধি -বিবেকানন্দ বিচার মঞ্চ ও ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ ব্যবস্থাপনায়,স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে নেশা মুক্ত ত্রিপুরার শপথ নেয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যুব সম্প্রদায়ের সুনিশ্চিত ও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে নিষিদ্ধ ড্রাগ ও এইচআইভি মুক্ত রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়ে তুলতে সবার সজাগ দৃষ্টি ও অঙ্গীকার এর কথাও বলেন তিনি। সাথে তিনি ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের বিকাশ, সহ সঠিক ব্যবস্থাপনার কথাও বলেন। তিনি বলেন, "ত্রিপুরা রাজ্যের যেখানেই পর্যটনস্থল রয়েছে সেখানকার স্থানীয়দের বলব 'অতিথি দেব ভব'-এর মানসিকতা নিয়ে পর্যটকদের স্বাগত জানান। এতে আপনাদেরই রোজগার হবে, আপনাদের গ্রামই সমৃদ্ধ হবে।"