নিজস্ব সংবাদদাতা : শেষ রক্ষা হল না। মৃত্যু হল আর্মহার্স্ট স্ট্রিটে শ্যুট আউট কাণ্ডে জখম ব্যবসায়ী দীপক দাস। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, প্রোমোটিং বিবাদের জেরে গুলি করা হয়েছে ওই ব্যবসায়ীকে। কিন্তু পরে বোঝা যায়, শ্যুট আউটের নেপথ্যে রয়েছে ব্যবসায়িক বিবাদ। চিকেন সাপ্লাইয়ের ব্যবসা করতেন নিহত ব্যবসায়ী। তার অফিসে ঢুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিল দুজন। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে।