করোনার দাপটের মধ্যেও অসচেতনতার ছবি

author-image
Harmeet
New Update
করোনার দাপটের মধ্যেও অসচেতনতার ছবি

দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ সবংয়ের তেমাথানি ডেলি বাজারে অসচেতনতার ছবি। ফল,সবজি, মাছ দোকানে ক্রেতা বিক্রেতাদের মুখে মাস্ক নেই। ক্যামেরা দেখলে বিভিন্ন অজুহাত। সবং থানার পুলিশ মাইকিং করে বার বার সচেতন করার পরেও বৃহস্পতিবার সকালে উঠে এলো সেই অসচেতনতার ছবি। কোথাও যেন মানুষ এখনও করোনা নিয়ে সচেতন নয়।