রক্ত পরীক্ষা করতে এসে শ্লীলতাহানির শিকার মহিলা!

author-image
Harmeet
New Update
রক্ত পরীক্ষা করতে এসে শ্লীলতাহানির শিকার মহিলা!

হরি ঘোষ, দুর্গাপুর: রক্ত পরীক্ষা করতে আসা এক মহিলার শ্লীলতাহানীর অভিযোগ উঠলো দুর্গাপুর মহকুমা হসপিটাল প্যাথলজিক্যাল ল্যাব এর টেকনিশিয়ান এর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস হসপিটাল সুপারের। শারীরিক অসুস্থতা  থাকায় দুর্গাপুর মহকুমা হসপিটালে ব্লাড টেস্ট করাতে আসেন দুর্গাপুরের বিধাননগরের স্টিল পার্কের এক গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগ, ওই প্যাথলজি বিভাগের যিনি ল্যাব টেকনিশিয়ান আছেন রামকেশব ব্যানার্জি তার শরীরের বিভিন্ন অংশে হাত দেয়। পরে আবার রিপোর্ট আনতে গেলে ফের শরীরে বিভিন্ন অংশে হাত দেয়। শ্লীলতাহানীর চেষ্টা করে। যদিও অভিযুক্ত রামকেশব ব্যানার্জি সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছে।  হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, ঘটনার কথা শুনেছি কিন্তু লিখিত কোনো অভিযোগ পাইনি। হাসপাতালে একটি তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা তদন্ত করা হবে।   স্থানীয় নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পুলিশ হাসপাতালে আসেন।তবে থানাতেও কোনোরকম লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগকারী।