নিজস্ব সংবাদদাতা : নতুন চেয়ারম্যান পেল ইসরো। কেন্দ্রীয় সরকার বুধবার সিনিয়র রকেট বিজ্ঞানী এস সোমনাথকে ভারতীয় মহাকাশ ও গবেষণা সংস্থার বা ইসরো পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত করেছে। কে শিভনের জায়গায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার দশম চেয়ারম্যান নিযুক্ত হলেন রকেট সায়েন্টিস্ট এস সোমনাথ। ২০১৮ সালের ২২ জানুয়ারি থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার ইসরোর দায়িত্ব তাঁর সামলাতে হবে তাঁকে। এস সোমনাথ GSLV Mk-III লঞ্চার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV) এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছেন।