নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশে বিজেপির হাওয়া বদল? ভোটমুখী উত্তরপ্রদেশে ধাক্কা খাওয়ার পর, এখন ত্রিপুরার হেভিয়েট নেতা সুদীপ রায় বর্মন গেরুয়া বাহিনী ত্যাগ করতে প্রস্তুত। জল্পনা চলছে যে তিনি কংগ্রেসে যোগ দেবেন এবং নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী মুখ হবেন। রাজনৈতিক সূত্র উল্লেখ করেছে যে রায় বর্মন ইতিমধ্যে রাজ্য বিজেপি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে তাঁর মতপার্থক্য-এর কথা সকলেই জানেন এবং বেশ কয়েকবার বিধায়ককে দলের মধ্যে থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের অভ্যন্তরীণ লোকেরা এএনএম নিউজকে জানিয়েছে যে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব রায় বর্মনের সঙ্গে আলোচনা করছেন। সূত্র মারফত খবর, জানুয়ারির শেষের দিকে তিনি কংগ্রেসে যোগ দেবেন।